Categories
রিভিউ

সুজন ভাইয়ের মধু

সেদিন জিমে ব্যায়াম করছিলাম। হঠাৎ হই-হট্টগোল শুনে দেখি আমাদের ইন্সট্রাক্টর স্বপন ভাই একটা ভিডিও দেখছেন। ভিডিওর গলাটা পরিচিত মনে হওয়াতে এগিয়ে যেতেই স্বপন ভাই বললেন, ‘দেখেন দেখেন কিভাবে সুন্দরবনের মধু সংগ্রহ করে’। যা ধারণা করেছিলাম তাই, তাসমানের Lutfar Rahman Sujon ভাই এর ভিডিও। ওনার ভিডিও পপুলার, তাই বলে এতো পপুলার জানতাম না। আননোন একটা পেজ থেকে ওনার ভিডিও কপি করে আপলোড করেছে, সেখানেও হাজার হাজার ভিউ। আমিও স্বপন ভাইয়ের সামনে খুব পার্ট নিয়ে বললাম, আরেহ, উনিতো আমার খুব কাছের লোক। স্বপন ভাই বললেন, এই মধু কি ভালো হবে? বললাম উনি যেমন লোক খারাপ হবার প্রশ্নই আসে না। তারপর অনুরোধ, আমাকে এই মধু এনে দেন না। আমিও সওয়াব কামানোর সুযোগ হাতছাড়া করলাম না।

সুন্দরবনের এই অসাধারণ মধু নিজে না চেখে আরেকজনকে দিয়ে দিবো, ভাবতেই কষ্ট লাগছিলো। কিন্তু সুজন ভাইও চালাক মানুষ। উনিও সওয়াব কামানোর সুযোগ হাতছাড়া করেন নি। আমার জন্য পাঠিয়ে দিয়েছেন এক বোতল মধু, হাদিয়া। এতো স্বাদের, এতো ঘন মধু কমই পেয়েছি। সুজন ভাইয়ের ব্রান্ড তাসমান মধুর অনন্য বৈশিষ্ট হলো উনি নিজে সরাসরি সুন্দরবনে চলে যান মৌয়াল টিম নিয়ে, যার প্রমাণ পাবেন ওনার ভিডিওগুলোতে।

ভেজালের কারণে একটা সময় মধু খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম বললেই চলে। সুজন ভাইদের মতো মানুষদের এই পেশায় আশার কারণে অসাধারণ এই খাবারটির পূর্ণ রস আস্বাদন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই ভাইদের চেষ্টায় বারাকাহ দান করুন, আমিন।