Categories
চ্যারিটি

Blanket With Love

রংপুরের এক ছোটভাইয়ের সাথে কথা হচ্ছিল কম্বলের ব্যাপারে। তার অবসারভেশন হলো, শীতকালে রংপুরে রাতে রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা বেড়ে যায়। অনেকেই রাস্তায় ঘুমানো মানুষদের কম্বল দেয়, এজন্যই হয়তো।

আমি তাকে বললাম, তুমি কি কখনো রাস্তায় এভাবে এই প্রচন্ড ঠান্ডায় ঘুমাতে পারবা? সে বললো, কক্ষনো না। তোমার কম্বলের দরকার নাই এজন্যই তুমি পারবা না, দরকার থাকলে ঠিকই পারতা একটা চট গায়ে দিয়ে ঘুমাতে এই ভয়ঙ্কর ঠান্ডাতেও। যাদের কম্বলের দরকার তারাই এভাবে ঘুমাতে পারে রাস্তায়। কারও হয়তো কম দরকার, কারও হয়তো বেশী, কিন্তু দরকার সবারই আছে।

সবাই চাই, যাতে আমাদের দেয়া দানগুলো যেন সঠিক লোকের হাতে পৌছে। কিন্তু এটা করতে যেয়ে অতি সাবধানতার কারণে আসল দু:স্থ লোকগুলোও যেন বাদ না পড়ে। শয়তানের অনেকগুলো চক্রান্তের মধ্যে এটাও হচ্ছে আপনার মনে বিভিন্ন ধারণা ঢুকিয়ে দিয়ে আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখা। কিন্তু এতে আল্টিমেট ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি।

মনে রাখবেন, আপনি যাকে দান করছেন, আল্লাহ আপনাকে দিয়ে তার চাহিদা পূরণ করিয়ে নিচ্ছেন। আপনি না হলেও অন্য কাউকে দিয়ে আল্লাহ তার চাহিদা ঠিকই পূরণ করতেন। বেশী হিসেব নিকেশ করে নিজেকে গুটিয়ে রাখলে নিজেই বঞ্চিত হবেন।

আপনার দান অপাত্রে পড়লেও আপনার নেক নিয়্যতের কারণে আপনিতো সওয়াব থেকে বঞ্চিত হবেননা!

তাই আসুন, হাত খুলে দান করুন। আপনার আশেপাশেই অসংখ্য অভাবী-দু:স্থ মানুষ রয়েছে, শীতে অনেক কষ্ট পাচ্ছে। এনাদের কষ্ট দূর করার মাধ্যমে আপনার কিয়ামতের কষ্ট দূর করার অপুর্ব সুযোগ গ্রহণ করুন।

হাদিসে এসেছে, দুনিয়াতে কেউ যদি কোন মুসলমানের একটা কষ্ট দূর করে, তাহলে আল্লাহপাক কিয়ামতের দিনের কষ্টগুলো থেকে তার একটি কষ্ট দূর করে দিবেন।

কত অপূর্ব এ সুযোগ! সেদিন আসার আগেই প্রস্তুত হোন, যেদিন আর কোন আ’মল কাজে লাগবে না!