Categories
ব্যবসা ও অর্থনীতি

ব্রান্ড নেম দেয়ার সময় কি কি বিষয় বিবেচনায় রাখা উচিৎ (Video)

Share This:

 part of the URL. Read about 

“ফুলকে তুমি যে নামেই ডাকো, সৌরভ ছড়াবেই”, গ্রামার বইয়ে যতই এ ধরণের কথা লেখা থাকুক, ব্রান্ড নেম একটি বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা শুরুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ব্রান্ড নেম। অনেকেই ব্যবসার শুরুতে আবেগের বশে বা অজ্ঞতার বশবর্তী হয়ে এমন নাম দিয়ে ফেলেন যা নিয়ে পরবর্তী সময়ে বিপদে পড়তে হয়। অনেককে তো পরবর্তী সময়ে তাদের নাম পর্যন্ত পাল্টাতে হয়েছে। তাই আসুন জেনে নেই ব্রান্ড নেম সিলেকশনের ব্যাপারে কি কি বিষয় বিবেচনা করা উচিত। আশা করি নতুনদের জন্য আর্টিকেলটি উপকার বয়ে আনবে। ই্ন্টারনেটের সহযোগিতা নিয়ে লোকাল পার্সপেক্টিভ থেকে সহজবোধ্য ভাষায় বিষয়গুলো আলোচিত হয়েছে। চলুন শুরু করা যাক।

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *