Categories
রিভিউ

ইবাদাহের পিনাট বাটার

Share This:

যারা রাত জাগা পাখি, তাদের মেদভুড়ির জন্য অন্যতম দায়ী ‘মিডনাইট স্নাক্স’গুলো। গভীর রাতে ফ্রিজ খুলে মিষ্টি, চানাচুর, জ্যাম, জেলি, ব্রেড- এইগুলো মুখের জন্য খুব স্বাদের হলেও ভূড়ির জন্য খুব খারাপ। তবে এইগুলোর মধ্যে একটা ভালো স্নাক্স আছে, পিনাট বাটার। খুবই মজার এই পিনাট বাটার পেটের জন্যও ভালো জিহবার জন্যও ভালো। এখনতো কিটোর হাইপ চলছে, যারা কিটো করছেন, তাদের জন্য পিনাট বাটার খুবই রিকমেন্ডেড একটি খাবার।

তবে অসুবিধা হলো এই পিনাট বাটারগুলোর দাম অনেক বেশী। বাজারে পাওয়া বাটারগুলোর সবগুলোই ইম্পোর্টেড। বিদেশী জিনিসের দাম বেশী হবে এটাই স্বাভাবিক। আশার কথা হলো আমাদেরই পরিচিত ভাইরা এই বাটার বানানোর ট্রাই করছে, এবং ইতোমধ্যে বাজারে এনে ফেলেছে। একটা ফোন দিলেই একদম বাসায় পৌছে দিবে। বলছিলাম ইবাদাহ’র কথা। (লিংক কমেন্টে) বেশ কিছুদিন ধরে তারা এরকম এক্সপেরিমেন্টাল ফুড নিয়ে কাজ করছে। তাদের রসুনের আচারটা আমার খুবই প্রিয়। এবার তারা আনলো পিনাট বাটার। তাদের অন্যান্য প্রোডাক্টের মতো এই পিনাট বাটারও আপনার মন ভরিয়ে দিবে, আশা করা যায়।

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *